চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী আচরণবিধি না মানায় জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করেছে আপিল বোর্ড। তার পরিবর্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নিপুণকে জয়ী ঘোষণা করা হয়। শনিবার সন্ধায় এ ঘোষণা দেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

আরও সংবাদ পড়ুন >>ওবায়দুল হাসানকে সভাপতি করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও কার্যকরী সদস্য পদে চুন্নুর নির্বাচন আচরণবিধির অভিযোগ নিয়ে বৈঠকে বসে আপিল বোর্ড।

এখানে উপস্থিত ছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন, দুই নির্বাচন কমিশনার জাহিদ হোসেন ও বি এইচ নিশান, অভিযোগকারী নিপুণ, নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন।

আরও সংবাদ পড়ুন >>ঠাণ্ডার দেশের টিউলিপের গদখালী জয়

তবে এ বৈঠকে দুই অভিযুক্ত উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন আপিল বোর্ডের চেয়ারম্যান। সোহানুর রহমান সোহান বলেন,‘ তিনি বলেন,‘ সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান ও কার্যনির্বাহী সদস্য চুন্নুর বিরুদ্ধে দুটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে। বিনা প্রতিদ্বন্ধিতায় নিপুনকে অন্যদিকে চুন্নু বদলে ১৭৯ ভোট পাওয়া নাদির খানকে জয়ী ঘোষণা করছি। আগামীকাল নতুন কমিটির শপথ পড়ানো হবে।’
সময়েরআলো