
ঝিকরগাছা(যশোর)প্রতিনিধি
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। সোমবার (২১ আগস্ট) সকালে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করে সংগঠনটির নেতাকর্মীরা। মানববন্ধনে তারেক জিয়াসহ জড়িত খুনিদের ফাঁসি চেয়ে বিভিন্ন প্লাকার্ড দেখানো হয়।
মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌরমেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য জাফিরুল হক, জুলফিকার আলী ভুট্টো, আব্দুল বারিক ও সাবেক সহ-সভাপতি কামারুল ইসলাম।
উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম-আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু, সদস্য এইচএম ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, সদস্য ও ঝিকরগাছা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ মুকুল, প্রিন্স আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, আশিকুল ইসলাম, আজম মো. ড্যানি,আরও সংবাদ>>বেনাপোল শুল্ক ও গোয়েন্দা তদন্ত সার্কেলের ডিসি আরেফীন জাহেদীর বিরুদ্ধে হয়রানি ও ঘুষ বানিজ্যের অভিযোগ
সদস্য রফিকুল ইসলাম, কামরুজ্জামান শাহীন, ইসমাইল হোসেন, কুতুব উদ্দিন মৃধা, রকি হোসেন, ঝিকরগাছা ইউনিয়নের সভাপতি তবিবর রহমান উজ্জ্বল, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন, পানিসারার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, মাগুরার সভাপতি মোস্তাফিজুর রহমান লিটু, সাধারণ সম্পাদক হাশেম আলী, শংকরপুরের সভাপতি শিব্বির আহমেদ শাহিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিমুলিয়ার সাধারণ সম্পাদক নুরুল হক সোহান, নাভারণের সভাপতি ফারুক শিকদার, হাজিরবাগের সভাপতি আয়নাল হোসেন, সহ-সভাপতি আব্দুল জলিল, বাঁকড়ার সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আল মামুন প্রমুখ।আরও সংবাদ>>আমরা রাজপথে ছিলাম, রাজপথেই থাকব… বাকেরগঞ্জের মেয়র লোকমান হোসেন ডাকুয়া
