ঠাকুরগাঁওয়ে খেলার মাঠ দখলের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় ঐতিহ্যবাহী শতবর্ষী ফুটবল খেলার মাঠ রক্ষার দাবিতে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে গড়েয়া মাঠের আশে পাশের কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা মাঠে উপস্থিত হয়ে এ মানববন্ধনটি করেন। এ সময়  সাব্বির, রাব্বি, মিঠুন, সবুজ, সুমি, রিতু, নামে কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন।
স্কুল শিক্ষার্থী সুমি আক্তার বলেন, এই মাঠে আমরা খেলাধুলা করার অধিকার চাই। এবং আমাদের পরিবারের উপর যে মামলা হয়েছে তা আমাদের পরিবারের উপর থেকে সকল মামলা তুলে নেওয়া হোক এবং আমাদের মাঠে আমাদের খেলাধুলা করতে দেওয়া হোক এটাই আমাদের দাবি। আরেক শিক্ষার্থী সবুজ বলেন, আমরা এখানে খেলাধুলা করি। এছাড়াও এই মাঠে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। আমাদের খেলার মাঠ দখল হয়ে গেলে আমরা আর কোথায় খেলাধুলা করবো। গত কয়েক মাস থেকে মাঠটি দখলের জন্য মাড়ামাড়ি হচ্ছে। আমাদের বাবা, চাচাদের নামে মামলা করা হয়েছে। তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আমরা এর সুষ্ঠ সমাধান চাই। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান বলেন, মাঠটি নিয়ে মামলা চলমান রয়েছে। মামলার রায় পাওয়ার পরেই ব্যবস্থা গ্রহন করা হবে।