ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক লীগের জাতীয় শোক দিবস পালন

ঝিকরগাছা(যশোর)প্রতিনিধি,টাইমভিশন:
যশোরের ঝিকরগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার সকাল ১০টায় বাসস্ট্যান্ডে নির্মিত প্যান্ডেল থেকে কর্মসূচি শুরু হয়।
সকাল সাড়ে ১০টায় দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচি শুরু করেন নেতৃবৃন্দ। পরে যশোর-বেনাপোল মহাসড়কে শোক র‍্যালি করেন তারা। পরে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে প্যান্ডেলে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণে অংশ নেন যশোর-২ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম-আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু, সদস্য ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, শাহাদাৎ হোসেন,
শাহজামাল শিশির, মিন্টু মিয়া, ইবাদ আলী, নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম-আহ্বায়ক সাজ্জাতুল জামান রনি, আসাদুল ইসলাম, আশিকুল ইসলাম, শেখ রাসেল, ইকরামুল করিম সৈকত, সদস্য কামরুজ্জামান শাহীন, ইসমাইল হোসেন, রাজন আহম্মেদ, রকি হোসেন, শংকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আশানুর রহমান,
নাভারণের সভাপতি ফারুক শিকদার, সাধারণ সম্পাদক রাজীবুল ইসলাম, নির্বাসখোলার সভাপতি আজমিনুর রহমান নয়ন, সাধারণ সম্পাদক শওকত আলী ইমন, বাঁকড়ার সাধারণ সম্পাদক জুয়েল খান, ঝিকরগাছা সদরের সভাপতি তবিবর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, গদখালীর সভাপতি মুন্সি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম, মাগুরার সভাপতি মোস্তাফিজুর রহমান লিটু, সাধারণ সম্পাদক হাশেম আলী, শিমুলিয়ার সাধারণ সম্পাদক মনিরুল হক সোহান, গঙ্গানন্দপুরের সভাপতি তরিকুল ইসলাম, পানিসারার সভাপতি মিজানুর রহমান প্রমুখ।