
ঝিকরগাছা(যশোর)প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ, নবায়ন ও সম্মেলন আয়োজন করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্বর উন্মুক্তমঞ্চে এ সভা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, যশোর—২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডাক্তার মোঃ নাসির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ এ দেশের মাটি—মানুষের উন্নয়নের জন্য কাজ করে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক এম এম মেহেদী হাসান লিটু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে আজ উন্নয়নের রোল মডেল। স্বেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ভ্যানগার্ড। তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক লীগে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদকসেবীদের স্থান হবে না।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক শেখ ইমামুল কবীর, উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি ও পৌরমেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম—সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম—আহবায়ক শেখ ইমরান হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মিকাইল হোসেন, যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম-আহ্বায়ক শাহ নেওয়াজ, নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ নাছিমুল হাবীব শিপার, জেলা যুবলীগের সহ—সভাপতি আজহার আলী, জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান কেটি, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, আবু জাফর মনি, জব্বার আলী, জাফিরুল হক, জুলফিকার আলী, শাওন রেজা, ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর যুবলীগের আহ্বায়ক ও ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক খোকন, পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম বাপ্পি ও সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিক, উপজেলা তাতীলীগ সভাপতি আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশানুর রহমান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক মাহাবুর রহমান বরি, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুণ অর রশিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম—আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু, কামরুজ্জামান কামাল, সদস্য এইচএম ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, আল আমিন, শাহাদাৎ হোসেন, মাহমুদ মুকুল, মিন্টু মিয়া, সেলিম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম—আহ্বায়ক ও কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, শাহীন হোসেন, আসাদুল ইসলাম, আশিকুল ইসলাম, আজম মো. ড্যানী, ইকরামুল করিম সৈকত, ১১টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক প্রমুখ।
সভার শুরুতে ঝিকরগাছার সকল প্রয়াত নেতৃবৃন্দ ও সদ্য প্রয়াত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
