ঝিকরগাছায় স্বাধীনতা দিবসে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

ঝিকরগাছা প্রতিনিধি:যশোরের ঝিকরগাছায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। রোববার (২৬ মার্চ) সকালে উপজেলা মোড়স্থ বিজয়স্তম্ভে শ্রদ্ধা জানায় সংগঠনটি।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে অংশ নেন সদস্য ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, পৌর শাখার সভাপতি ফারুক হোসেন, যুগ্ম-আহ্বায়ক সাজ্জাতুল জামান রনি, শাহীন হোসেন, আসাদুল ইসলাম, আশিকুল ইসলাম, আজম মো. ড্যানী, ইকরামুল করিম সৈকত, সদস্য কামরুজ্জামান শাহীন, সবুজ হোসেন, রাজন আহমেদ, রকি হোসেন, গদখালীর সভাপতি মুন্সী আবুল হোসেন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সদরের সভাপতি তবিবর রহমান উজ্জল, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নাভারণের সভাপতি ফারুক শিকদার রবি, সহ-সভাপতি সবুজ হোসেন, নির্বাসখোলার সহ-সভাপতি রফিকুল ইসলাম খোকন, শওকত আলী ইমন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, শংকরপুরের সভাপতি শিব্বির আহমেদ শাহীন, সহ-সভাপতি জাহিদুল হাসান জনি, সাধারণ সম্পাদক আশানুর রহমান, সুজাউদৌলা রকি প্রমুখ।

এর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক নির্মম গণহত্যায় নিহত সকল শহীদদের স্মরণে উপজেলা মোড়স্থ শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বালন ও শহীদদের মাগফেরাত কামনায় দোয়া করে ঝিকরগাছা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এতে অংশ নেন যশোর-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাক্তার মো নাসির উদ্দিন।