
শহীদ শেখ রাসেলের জন্মদিনে ঝিকরগাছায়
স্বেচ্ছাসেবক লীগের আলোচনা ও দোয়া মাহফিল
ঝিকরগাছা(যশোর)প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় টোকিও টাওয়ার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, ইমরান রশিদ, জাফিরুল হক,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, এইচএম ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, মাহমুদ মুকুল, ফারুক হোসেন, শাহাদত হোসেন, প্রিন্স আহমেদ, শাহজামাল শিশির, মিন্টু মিয়া, মিজানুর রহমান, ইবাদ আলী, সাবেক নেতা আনারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু মৃধা, ড্যানি, সোহেল হাওলাদার,শাকিল, ডিপু ইসলাম,জাকির হোসেন, আশাকুল ইসলাম, রাজু আহমেদ, প্রশান্ত কাটু, ডলার, রাজন,রকি,সবুজ,
উপজেলা ছাত্রলীগ নেতা হান্নান হোসেন,শংকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিব্বির আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক আশানুর রহমান, হাজিরবাগের সভাপতি আয়নাল হোসেন, সহ সভাপতি আঃ জলিল, দপ্তর সম্পাদক অসিম আকরাম,
সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, নাভারণের রবি শিকদার, সবুজ হোসেন,রিজু আহমেদ, নির্বাসখোলার মাহাবুব রহমান,
আজমির হোসেন নয়ন, শওকত আলী ইমন, গদখালীর মুন্সী আবুল হোসেন, আবুল কালাম, আরিফ হাসান, বাঁকড়ার জুয়েল খান, নুরুজ্জামান, খোকন,
সভাপতির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যরা ঘাতকদের হাতে নির্মমভাবে শহীদ হন। ঘাতকদের নির্মমতার হাত থেকে রেহাই পায়নি ছোট্ট শিশু রাসেলও। এ পৈশাচিক ঘটনা বিশ্বের ইতিহাসে বিরল।
অনুষ্ঠান ও দোয়া পরিচালনা করেন কাটাখাল জামে মসজিদের ইমাম মতিয়ার রহমান।
পরে যশোর জেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত সদস্য রফিকুল ইসলাম বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
