ঝিকরগাছায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা(যশোর)প্রতিনিধি:
‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মে) বিকেলে প্রাইভেট স্ট্যান্ড মাঠে সভার আয়োজন করে পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ড নিয়ে গঠিত থানার ১২নং বিট।

বিটের সাবেক ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সহকারী বিট ইনচার্জ এএসআই মহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সদস্য জাফিরুল হক রনি,
ঝিকরগাছা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক হোসেন ও উপজেলা ট্রাক-লড়ি শ্রমিক সমিতির যুগ্ম-সম্পাদক লিটন হোসেন।

উপস্থিত ছিলেন পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক সাজ্জাতুল জামান রনি,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহিদুল ইসলাম প্রমুখ।