
জয় হোক মানবতার
মোহাম্মদ মজিবুলহক: মানুষ মরণশীল কেউই চিরদিন বেঁচে থাকেনা, জানি একদিন আমিও থাকবোনা চলে যেতে হবে নশ্বর এই পৃথিবীর মিছে মায়া ত্যাগ করে না ফেরার দেশে কিন্তু আমার লেখাগুলোই থেকে যাবে কাব্যগ্রন্থ ও নিউজের পাতায় এবং ভেসে বেড়াবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পাতায়। আমার বেশিরভাগই লিখা সাহিত্য কেন্দ্রিক পেশায় একজন নাবিক হিসেবে মাঝেমধ্যে লিখি বা ফেসবুকে করে থাকি নাবিক ও নাবিক অধিকার সংক্রান্ত পোস্ট তাও সাহিত্যের আওতায় পড়ে।
এছাড়াও মাঝেমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফান পোস্ট করি মজা করার জন্য আশা করি সবাই ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মূলত, এসব লেখা/কথা অহেতুক সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। সবাই দোয়া করবেন যাতে অহেতুক সময় নষ্ট না করে সময়গুলো ভালো কাজেই ব্যয় করতে পারি। সময়তো মহাকালের গহ্বরে তলিয়ে যাচ্ছে পাশাপাশি সময়ের স্রোতে ভেসে আমরাও যে পৌঁছেই যাচ্ছি ক্ষণস্থায়ী জীবনের শেষপ্রান্তে।
আমাদের সবার লেখা হওয়া চাই সাহিত্য কেন্দ্রিক যা হবে জীবনধর্মী, সাহিত্যই জীবন জীবনই সাহিত্য। সবাই লেখালেখি করুন সাহিত্য সংস্কৃতি নিয়ে যেথায় ফুটে উঠা চাই মানব ও মানবতার কথা, মানবতা পরম ধর্ম মানবসেবা ধর্মের ঘাঁটি। একদিন আপনি আমি চলে যাবো এই সাহিতই নতুন প্রজন্ম-প্রজন্মের কাছে আমাদের বাঁচিয়ে রাখুক যুগ-যুগান্তর।
জয় হোক মানবতার
মোহাম্মদ মজিবুলহক
সবই মিছে মায়া কিসের এতই বড়াই
কেনো তবু অহংকারের ঝান্ডা উড়াই!
এসেছি একা যাবো শুন্যহাতেই সবাই
সমনজারি হলেই থাকার সুযোগ নাই।
কুয়েতি ধনকুব নাসের আল-খারাবি
যিনি থাকতো স্বর্নের পালঙ্কেই ঘুমায়,
মৃত্যুর পর তিনি নিতে পারেনি কিছুই
জনম ঘুমে ঘুমাচ্ছে মাটির বিছানায়।
যতদিনই বেঁচে আছো দুনিয়ার উপরে
নিবেদিত হও তুমি মানবসেবার তরে,
মানবতাই পরম ধর্ম করো মানবসেবা
প্রতিফল স্রষ্টা কর্তৃক ওপারেতে পাবা।
অর্থ-সামর্থ্য দিয়ে যদি না পারো তুমি
তোমার লিখনি হোক মানবতার পক্ষে,
বিত্তবান উৎসাহিত হোক মানবসেবায়
তোমার লিখা হোক মানবসেবা লক্ষ্যে।
এগিয়ে আসো সকল মানবতার কবি
লেখাগুলি হোক মানবতার প্রতিচ্ছবি,
এসো সবে রাখি মানবসেবায় অবদান
মানবতার কবি’র তরে আমার সম্মান।
লেখক: কবি ও কলামিস্ট,
উপদেষ্টা: টাইম ভিশন২৪
প্রতিষ্ঠাতা সভাপতি: বঙ্গ কাব্য সাহিত্য পরিষদ
