
টাইমভিশন,যশোর:জিন্নাত আফরিন জেবা বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট(আবাঃ) বিদ্যালয় হতে এবার এস এস সি-২০২৩ সালে সাইন্স বিভাগ থেকে GPA-5 পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভবিষ্যতে সে আল্লাহর রহমতে আরও ভালো লেখাপড়া করে ডাক্তার হতে চায়।
জিন্নাত আফরিন জেবা, পিতা-মোঃ আলী জিন্নাহ
প্রকাশক ও সম্পাদক
দৈনিক লোকসমাচার ডটকম
এবং জাতীয়
দৈনিক ভোরেরচেতনার
খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
মাতা-মোছাঃ রোজিনা বেগম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)থেকে এস এস সি ফলাফল অপেক্ষমান।
যশোর উপশহরের ১ নং সেক্টরের বাসিন্দা। সে বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট(আবাঃ) বিদ্যালয় হতে এবার এস এস সি-২০২৩ সালে সাইন্স বিভাগ থেকে GPA-5 পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভবিষ্যতে সে আল্লাহর রহমতে আরও ভালো লেখাপড়া করে ডাক্তার হতে চায়
