প্রতিদিনের নানা ধরনের কাজ করতে গিয়ে বেশি কষ্ট ভোগ করে আমাদের হাত। সাধারণত দেখা যায় বাড়ির কাজ করতে করতে হাতের তালু বেশ খসখসে হয়ে যায়।

এজন্য হাতের পাতা তার স্বাভাবিক সৌন্দর্য হারায়। যতই বাইরে থেকে নেলপলিশ লাগিয়ে কিংবা আংটি পরে হাত সুন্দর দেখানোর চেষ্টা করা হোক না কেন, হ্যান্ডশেক করতে গেলে ধরা পড়ে হাতের খসখসে ভাব। খসখসে হাতের ছোঁয়া সঙ্গীর বিরক্তির কারণও হতে পারে! তাই বাড়িতে থাকা কয়েকটি উপাদান ব্যবহার করে হাতের তালু করে তুলুন মসৃণ!

টমেটো ও লেবু
টমেটোও কিন্তু হাতের খসখসে ভাব দূর করতে পারে! তবে সঙ্গে অবশ্যই লেবু রাখতে হবে। একটি পাত্রে টমেটোর রস বের করে তার সঙ্গে সামান্য পাতিলেবুর রস ও গ্লিসারিন মিশিয়ে নিন। এবার মিশ্রণটি হাতের তালুতে মেখে ১৫ মিনিট রেখে ঠান্ডা পানিতে হাত ধুয়ে নিন।

মধু ও পাতিলেবু
পাতিলেবু হাতের খসখসে ভাব দূর করার পাশাপাশি হাতকে উজ্জ্বল করে। আর রূপচর্চায় মধুর ব্যবহার তো কারও অজানা নয়! বাড়িতেই হাতের যত্ন নিতে বানিয়ে ফেলুন পাতিলেবু-মধুর রূপটান। একটি বাটিতে ৩ টেবিল চামচ পাতিলেবুর রস, ২ টেবিল চামচ মধু ও ১ চা চামচ বেকিং সোডার মিশ্রণ তৈরি করুন। এবার এটি হাতের তালুতে মেখে ফেলুন। কিছুক্ষণ পর শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। নিয়মিত এই পদ্ধতি মেনে চললে দ্রুত হাতের তালু হয়ে উঠবে মসৃণ।

দই আর বেসন
হাতের খসখসে ভাব চটজলদি দূর করতে পারে দই আর বেসনের এই যুগলবন্দি। হাতে দই মাখলে হাত মোলায়েম হয়। অন্যদিকে বেসনের ব্যবহার হাতের ত্বককে উজ্জ্বল করে তোলে। একটি পাত্রে ৪ টেবিল চামচ বেসন ও ২ টেবিল চামচ দই মিশিয়ে ভালো করে ফেটে নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর হাতের তালুতে এই মিশ্রণ ভালো করে লাগিয়ে রাখুন। মিনিট ১৫ পর শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। হাত নরম হবেই!