
টাইমভিশন,যশোর:জরায়ু কান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আক্তারি বেগম (৫৫)। তিনি যশোর শহরের পূর্ব বারান্দিপাড়ার বৌ বাজার এলাকার মোঃ ইসলামের স্ত্রী।
নিয়মিত কেমো থেরাপি দিলে তাকে বাঁচানো সম্ভব হবে বলে জানান চিকিৎসকরা। যশোরের চিকিৎসা শেষ করে, রাজধানীর মহাখালির ক্যান্সার হোমে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মোঃ আব্দুস সামাদ এর কাছে চিকিৎসাধীন ছিলেন। ডা. মোঃ আব্দুস সামাদ জানান, নিয়মিত চিকিৎসা নিলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনো ৭ টি কেমো থেরাপি দিতে হবে খরচ হবে প্রায় ৫ লাখ টাকা।
তার পরিবারের পক্ষ থেকে এত টাকা জোগাড় করা সম্ভব না। তাই যশোরের বিত্তবানদের কাছে মাকে বাঁচাতে সহযোগিতা চেয়েছেন আক্তারি বেগমের ছেলে রবিউল ইসলাম।
রবিউল বলেন, আর্থিক সংকটের কারণে আমরা এখনও মায়ের কেমোথেরাপি শুরু করতে পারি নাই। তাই দেশবাসী ও সমাজের বিত্তবানদের
কাছে মায়ের চিকিৎসার জন্য হাত বাড়াচ্ছি, আপনার একটি টাকার চিকিৎসায় বাঁচাতে পারে আমার মায়ের জীবন।যারা এই সাহায্যে এগিয়ে আসতে চান তাদের জন্য নিচে ব্যংক একাউন্ট ও বিকাশ নম্বর দেয়া রইলো। মার্কেন্টাইল ব্যাংক আর এন রোড যশোর শাখার একাউন্ট নং :০১৪৬১২১০০০০৮২৭৯ বিকাশ ও নগদ নাম্বার ০১৯৯৪-৫০৫৩০৫।
আরও সংবাদ >জীবন সংগ্রামের আঠারো বছর,জোটেনি সরকারী সহযোগিতা
আরও সংবাদ >যশোরে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছর কারাদন্ড
