
মোঃ মোহসীন হোসেন মোল্লা ,বাকেরগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
বিভীষিকাময় ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে একটি নৃশংসতম হত্যাযজ্ঞের দিন। ২০০৪ সালের এ দিনে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ শান্তি সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় তৎকালীন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী শাহাদত বরণ করেন। খুব অল্পের জন্য বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ একঝাঁক সিনিয়র নেতা। স্প্লিন্টারের আঘাতে আহত হন পাঁচ শতাধিক নেতাকর্মী। তাদের স্মরণে ২১ আগস্ট (সোমবার) বিকালে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয় ৷
এ শোক সভায় বক্তৃতা কালে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া বলেন, আমরা রাজপথে ছিলাম এবং রাজপথেই থাকব ৷ অন্যায়ের সাথে আপস করব না ৷ ২১আগস্টে গ্রেনেট হামলার সাথে যারা জড়িত তাদের বিচার বাংলার মাটিতে হবে ৷আরও সংবাদ>>বেনাপোল শুল্ক ও গোয়েন্দা তদন্ত সার্কেলের ডিসি আরেফীন জাহেদীর বিরুদ্ধে হয়রানি ও ঘুষ বানিজ্যের অভিযোগ
তিনি সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন ৷ এ সময় আরো উপস্থিত ছিল উপজেলা আওয়ামীলীগ এর সহসভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মিজান, যুগ্ন সাধারন সম্পাদক অমল চন্দ্র দাস শিবু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ স্বপন কুমার দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, সম্পাদক মোঃ মাসুদ আকন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোকলেচুর রহমান, পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর আলহাজ্ব খন্দকার জিয়াউর রহমান রিপন, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও কাউন্সিলর আবুল কালাম আজাদ, যুগ্মসাধারন সম্পাদক ও কাউন্সিলর সুজন দেবনাথ, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক ও কাউন্সিলর খান মোঃ সেলিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ মহিদুল ইসলাম মিরাজ , উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।এর আগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিশাল শোক র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনেই শেষ হয় ৷ পরে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয় ৷
এর পূর্বে সকালে ২১ শে আগস্ট নিহতদের স্মরনে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ৷
আরও সংবাদ>>তারেক জিয়াকে দেশে ফিরিয়ে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ
