আজ টাইম ভিশন২৪ এর উপদেষ্টার জন্মদিন

টাইম ভিশন২৪ এর উপদেষ্টা মোহাম্মদ মজিবুল হকের শুভ জন্মদিন

স্টাফ রিপোর্টার: আজ ১৮ই নভেম্বর, জনপ্রিয় নিউজ মিডিয়া টাইম ভিশন২৪ এর সম্মানিত উপদেষ্টা কবি ও লেখক মোহাম্মদ মজিবুল হক এর ৪১তম জন্মদিন, এই গুণী লোকটির জন্মদিনে টাইম ভিশন পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং অবিরাম শুভ কামনা।

তিনি ১৯৮২খৃষ্টাব্দের ১৮ই নভেম্বর বারো আউলিয়ার পূণ্যভূমি বাংলাদেশের ঐতিহ্যবাহী বানিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রাম জেলার উত্তর প্রবেশদ্বার সাহিত্যের চারণভূমি খ্যাত মীরসরাই উপজেলাধীন জোরারগঞ্জ থানার অন্তর্গত ০৪নং ধুম ইউনিয়ন ০১নং ওয়ার্ড স্থিত উত্তর মোবারক ঘোনা গ্রামের মেহের আলী ভূঁইয়া বাড়ি (প্রকাশঃ বড় বাড়ি) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা: মরহুম আক্তারুজ্জামান (মিস্ত্রি), মাতা: মরহুমা খায়েরের নেছা। তিনি পরিবারে ০৩ ভাই এর ভিতর মেঝো জন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, ২০১২খৃষ্টাব্দের ০৯ই ফেব্রুয়ারী উনার খালাতো বোন (রহিমা খাতুন <রুমা>) এর সাথে শুভ বিবাহবন্ধনে আবদ্ধ হোন।

মোহাম্মদ মজিবুল হক মূল পেশায় একজন নাবিক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহণ অধিদপ্তর কর্তৃক সনদধারী বাংলাদেশ অভ্যন্তরীণ (প্রাঃ) নৌ-যানের ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ার। একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসাবে মেরিন বিভাগে একটি গ্রুপ অফ (ইকুইলিব্রিয়াম লিমিটেড) কোম্পানীতে কর্মরত আছেন। কাব্য সাহিত্যে উনার পদচারণা শুরু- ২০০০ খৃস্টাব্দ থেকে এবং তিনি কাব্য সাহিত্যাঙ্গনে কাব্য সাহিত্যের সাথে সক্রিয়ভাবেই আছেন। এর পাশাপাশি তথ্য প্রযুক্তির উন্নতির দিনে তিনি অনলাইন ভিত্তিক বিভিন্ন মিডিয়ায় একাদিক দ্বায়িত্বে রয়েছেন। (তিনি একাধারে একজন কবি, সম্পাদক ও অনলাইন সাংবাদিক ও কলামিস্ট)। তিনি সময়ের সেরা অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রাম ট্রিবিউন এর সহ-সম্পাদক (নৌ-পরিবহন), জনপ্রিয় অনলাইন নিউজ এজেন্সি টাইম ভিশন২৪ এর সম্মানিত উপদেষ্টা এবং নিজ এলাকা জোরারগঞ্জ বিশেষ প্রতিনিধি।

তিনি একজন সাহিত্যপ্রেমী ও মানবতাবাদী ব্যক্তিত্ব, সাহিত্য ও মানবতাকে হৃদয়ে লালন করেন তাই অনলাইন মিডিয়ায় তার সাহিত্য-সংস্কৃতি মানবতাপ্রেমী পাঠক মুগ্ধ লেখালেখিও লক্ষণীয়। এই পর্যন্ত উনার লেখা কবিতা এবং যৌথ সম্পাদনায় বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার ভিতর উল্লেখযোগ্য যৌথ কাব্যগ্রন্থ: জান্নাত, কাব্য কথা, প্রিয়জন, শ্রাবনের বৃষ্টি, কাল্পনিক বাস্তবতা, রক্তের বর্ণমালা। গীতি গ্রন্থ: গানের মাঝে সাধনা এবং যৌথ সম্পাদিত কাব্যগ্রন্থের তালিকায় রয়েছে: মনের আকাশে স্মৃতির কোলাহল, অভিমানের আড়ালে ভালোবাসা, হৃদয়ের মণিকোঠায় এবং আজও তোমার পথ চেয়ে আছি কাব্যগ্রন্থটি আসছে অমর একুশে বইমেলায় (২০২৪) পাওয়া যাবে। কবি’র লেখা বাস্তবধর্মী গল্প “নাবিক জীবনের আত্মকথা” গল্পটি পাবেন অনন্য প্রকাশন কর্তৃক প্রকাশিত “গল্প সল্প” বইটিতে।

উল্লেখ্য, উনার নাবিক কাব্যগ্রন্থের সংকলন ও সম্পাদনার কাজ চলমান,,, সমসাময়িক এই সম্পাদক ও কবি’র লেখা কবিতা পড়তে চোখ রাখতে পারেন জনপ্রিয় অনলাইন নিউজ এজেন্সি টাইম ভিশন২৪ এর কবি ও কবিতা বিভাগে এবং কবির ফেসবুক আইডি “মোহাম্মদ মজিবুলহক”।