
ঝিকরগাছা(যশোর)প্রতিনিধি: ‘বঙ্গবন্ধু হত্যা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় জিয়া পরিবারই জড়িত। ১৫ আগস্টের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। আর ২১ আগস্টের মাস্টারমাইন্ড তার ছেলে তারেক রহমান। আগস্ট এলেই বেপরোয়া হয়ে উঠে বিএনপি।’

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে আঁটলিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের শোকসভায় এসব কথা বলেন বক্তারা।সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। প্রধান বক্তার বক্তব্য দেন যুগ্ম-সাধারণ সম্পাদক চৌগাছা-ঝিকরগাছা আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির।
মিলন বলেন, বঙ্গবন্ধুর জনপ্রিয়তা দেখে হত্যার রাজনীতি শুরু হয়েছিল। তাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যার ধারাবাহিকতায় সেই পরাজিত শক্তি ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল।
অ্যাড. মনির বলেন, যারা জালিয়াতি এবং কারচুপি করে ক্ষমতায় আসতে চায় তারাই আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিপক্ষে।
তিনি আরও বলেন, ‘জালিয়াতি ও কারচুপির নির্বাচন আওয়ামী লীগ চায় না বলেই আধুনিক টেকনোলজি ইভিএম ব্যবহার করার পক্ষে। আওয়ামী লীগ চায় সুষ্ঠু নির্বাচন। ইভিএম পদ্ধতিতে ভোট হলে নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে।
৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আজগার আলী মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, আব্দুস সাত্তার, শাহাজান আলী, আব্দুর রব, আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম প্রিন্স, জেলা পরিষদের সাবেক সদস্য ইকবাল আহমেদ রবি, শাহানা আক্তার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র
নাছিমা খাতুন, সাবেক কাউন্সিলর নিমাই ঘোষ, আব্দুর রাজ্জাক, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র অধিকারী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস মাহমুদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদর উদ্দীন বিল্টু, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দার রহমান, সাবেক ছাত্রলীগ নেতা আবু সাইদ মিলন, উপজেলা ছাত্রলীগ নেতা তানভীর রাব্বি, স্বদেশ রেজা প্রমুখ।
